প্রিন্ট এর তারিখঃ Jan 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
কালামের মনোনয়ন নিয়ে ধোঁয়াশা নেই, জানালেন আশা

নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের মনোনয়ন নিয়ে কোন ধোঁয়াশা থাকতে পারে না বলে জানিয়েছেন তার পুত্র নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা।
তিনি বলেছেন, প্রথমে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রাথমিক তালিকায় মাসুদুজ্জামানকে মনোনীত করা হয়েছিলো। পরে তিনি বলছিলেন নির্বাচন করবেন না, পরে আবার ফিরে এসছেন। তবে মাসুদ সাহেব কি কারণে গেছেন, এটা ওনিই ভালো বলতে পারবেন। পরে সাখাওয়াত সাহেবের কথা শোনা যাচ্ছিলো।
তিনি মহানগর বিএনপির আহ্বায়ক সেই অনুযায়ী তিনিও শক্ত ক্যান্ডিডেট। আমরাও বলেছি, চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা যে যার মত চেষ্টা করবো এবং আমরা ক্যান্ডিডেট হিসেবে থাকবো।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বন্দর নবীগঞ্জ দরগাহ্’য় দোয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নারায়ণগঞ্জ-৫ আসনে অ্যাডভোকেট আবুল কালান দলীয় মনোনয়ন পাওয়া এ দোয়ার আয়োজন করা হয়।
আশা আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনি বিচক্ষনতার সাথে দেখেছেন এ আসনটি পুনরুদ্ধারে জন্য। হয়তো এ জন্য অ্যাডভোকেট আবুল কালামকে তিনি যোগ্য মনে করেছেন, তাই তিনি ডেকে কথা বলেছেন এবং আমাদের মাননীয় মহাসচিব সাহেবও কথা বলে কালাম সাহেবকে মনোনীত করেছেন, আসলে এটার মধ্যে ধোঁয়াশার মত কিছু আছে বলে আমার মনে হয় না।
কারণ, কেন্দ্র থেকে যে রিসিডটা আমাদের নিতে হয় সেটাও আমাদের নেয়া হয়েছে। পরবর্তিতে আমাদের বলেছেন, আমাদের ডাকবেন বা চিঠি দিবেন। আজ আমাদের যেতে বলেছিলেন, ওই ধারাবাহিকতায় আমরা গুলশান কার্যালয়ে যাই। যাওয়ার পরে আমাদের এ চিঠিটা দেওয়া হয় এবং নির্বাচনে আমাদের সর্বাত্মকভাবে কাজ করার জন্য বলা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট